গল্পের ঢেউয়ে ঢেউয়ে একটি নতুন প্রচেষ্টার নাম। প্রতি শনিবার ঠিক রাত আটটায় এই চ্যানেলের মাধ্যমে একটি নতুন গল্প শোনানো হয়। এখন শুধুই বাংলা সাহিত্য এই চ্যানেলের মাধ্যমে শোনানো হচ্ছে। আগামী দিনে হয়তো আরও অন্যান্য ভাষায় লেখা সাহিত্য রচনা আমরা শুনতে পারি।
এই সপ্তাহে শনিবার(২৬/১১/২০২৩) ঠিক রাত আটটায় নিয়ে প্রেমেন্দ্র মিত্র লিখিত গল্প সংশয়।